মহাকাশ ভ্রমণে স্পেস এক্সের পরীক্ষামূলক অভিযান শুরু
ইচ্ছে হলেই কী চাঁদে যাওয়া যায়? ভেসে থাকা যায় মহাকাশে? শুনতে অবাক লাগলেও এমনই এক পরিকল্পনা হাতে নিয়েছে ধন কুবের ইলন মাস্কের নভোযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেস এক্স। চারজন অপেশাদার নভোচারীকে নিয়ে মঙ্গলবার মহাকাশে পৌঁছেছে নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স-এর নভোযান ‘ক্রু ড্রাগন ক্যাপসুল’। বেশ কিছুদিন ধরেই মহাকাশ ভ্রমণে আগ্রহীদের সুযোগ দেয়ার কথা ভাবছিল প্রতিষ্ঠানটি। সেই ধারাবাহিকতায়, এবার একটি পরীক্ষামূলক অভিযানের অংশ হিসেবে ঐ ৪ ব্যক্তিকে ৫ দিনের জন্য মহাকাশে পাঠালো তারা।