১ কেজির ইলিশ ১৮শ’ টাকা
বাজারে কিছুতেই দাম কমছে না মাছের রাজা ইলিশের। মৌসুমেও জেলেদের জালে পর্যাপ্ত ইলিশ ধরা না পড়ায় বাজারে সরবরাহ ঘাটতি রয়েই যাচ্ছে। এদিকে বৈরি আবহাওয়ার কারণে উপকূলের জেলেরা পড়েছেন বিপাকে। সাগর উত্তাল থাকায় মাছ শিকার ব্যাহত হচ্ছে। তবে বাজারে সরবরাহ বেড়েছে কিছু সামুদ্রিক মাছ ও নদীর ইলিশের।