ব্রহ্মপুত্র নদের ভাঙনে বিলীন ঘরবাড়ি ও ফসলি জমি
ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, গাছপালা ও বিস্তীর্ণ ফসলি জমি। ভাঙনে গৃহহীন হয়ে পড়েছেন তিন উপজেলার অসংখ্য পরিবার। চরম অনিশ্চয়তায় দিন কাটছে ভাঙন কবলিত এলাকার মানুষের। এ অবস্থায় ভাঙনরোধে দ্রুত স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। এদিকে ভাঙনে ভিটেমাটি হারানোদের পুনর্বাসনের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।