নতুন ধাঁচে হবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লড়াই
এবার নতুন ধাঁচে হবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লড়াই। আসন্ন আসরে গেলো বারের থেকে নতুন করে ৪ দলের সংযোজনে আরও বেশি রোমাঞ্চিত হবার পথে লিগ। তবে একটি গ্রুপেই পয়েন্টের লড়াইয়ে ধাপে ধাপে এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জ দলগুলোর। গেলো বারের তুলনায় প্রাইজমানিও বাড়ছে আশানুরুপভাবে।