নতুন-প্রেসিডেন্ট

অর্থনীতি পুনর্গঠনে আন্তর্জাতিক সমর্থন চান শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট

স্বচ্ছ রাজনীতি আর জনসাধারণের অংশগ্রহণমূলক সংস্কারের মধ্য দিয়ে দেশ পুনর্গঠনের কাজ করবেন বলে জানিয়েছেন শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে। আজ (সোমবার, ২৩ সেপ্টেম্বর) রাজধানী কলম্বোয় দেশটির দশম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে মার্কসবাদী এই নেতা বলেন, অর্থনীতি পুনর্গঠনে দেশের এখন আন্তর্জাতিক সমর্থন প্রয়োজন। নতুন প্রেসিডেন্ট নিয়ে আশাবাদী দেশের সাধারণ মানুষের প্রত্যাশা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে আসবে স্বস্তি। কমবে সাধারণ মানুষের ভোগান্তি।