উচ্চ ফলনশীল সরিষার নতুন জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। উপকূলীয় এলাকায় কম খরচে চাষ উপযোগী বারি-১৮ নামের এ সরিষার ফলন হবে দ্বিগুণ। নতুন এ জাত ছড়িয়ে দেয়া গেলে কমতে পারে ভোজ্যতেলের আমদানি।