সরবরাহ সংকটে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামে চড়া ধানের দর। লোকসানের অজুহাতে খাদ্যগুদামে চাল কম দিচ্ছেন চালকল মালিকরা। এ অবস্থায় চলতি আমন মৌসুমে ধান-চাল সংগ্রহে সরকারের লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। যদিও খাদ্য বিভাগ বলছে, লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান-চাল সংগ্রহ না হলেও বিতরণ কার্যক্রমে তেমন প্রভাব পড়বে না। তবে চুক্তির সমপরিমাণ চাল না দিলে মিল মালিকদের বিরুদ্ধে নেয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা।