বাইশ বছরেও শেষ হয়নি ঝালকাঠির ধানসিঁড়ি ন্যাশনাল ইকোপার্ক প্রকল্প
দীর্ঘ ২২ বছরেও বাস্তবায়ন হয়নি ঝালকাঠির ধানসিঁড়ি ন্যাশনাল ইকোপার্ক প্রকল্প। শহরের অদূরে গাবখান সেতুর কাছে চার নদীর মোহনায় জেগে ওঠা চরে বালু ও মাটি ভরাট করা হয়েছে। তবুও জমি সংক্রান্ত আইনি জটিলতায় থেমে আছে কাজ। দীর্ঘদিনেও প্রকল্পটি আলোর মুখ না দেখায় হতাশ স্থানীয়রা।