পোপের নিয়োগ থেকে মৃত্যু পর্যন্ত সব ক্ষেত্রেই মানতে হয় বেশ কয়েকটি নিয়মকানুন। পোপের মৃত্যুর খবরও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে ভ্যাটিকান। এর পরপরই শুরু হয় নতুন পোপ বেছে নেয়ার প্রক্রিয়া। সেখানেও পার করতে হয় কয়েকটি ধাপ। ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ভ্যাটিকান সিটির রাষ্ট্রপ্রধানের দায়িত্বে থাকেন। এছাড়া, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ক্যাথলিক চার্চের আধ্যাত্মিক নেতাও তিনি।