পাসপোর্ট করতে গিয়ে পুলিশের ভেরিফিকেশন প্রক্রিয়ায় হয়রানি ও দীর্ঘসূত্রতার অভিযোগ দীর্ঘদিনের। জাতীয় পরিচয়পত্রে সব তথ্য সংরক্ষিত থাকায় পুলিশ ভেরিফিকেশনকে অপ্রয়োজনীয় বলছেন সংশ্লিষ্টরা। তাই এই প্রক্রিয়া বাতিলে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তা দ্রুত কার্যকরের দাবি সাধারণ মানুষের। এদিকে চট্টগ্রামে অনেক রোহিঙ্গা পাসপোর্ট করার চেষ্টা করায় ঝুঁকিপূর্ণ এলাকায় সীমিত পরিসরে ভেরিফিকেশন চালু রাখার পরামর্শ বিশেষজ্ঞদের।