সর্বোচ্চ মহলের চাপেই মোস্তাফিজকে বাদ দেয়া হয়েছে: বিসিসিআই কর্মকর্তা
ভারতীয় ক্রিকেট বোর্ড নয়, বরং সর্বোচ্চ মহলের চাপে মোস্তাফিজ আইপিএল থেকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিসিআইয়ের এক কর্তা। এমনকি বাংলাদেশি তারকার বাদ পড়ার খবরটি গণমাধ্যম থেকেই জেনেছেন বলে দাবি তার। অন্যদিকে আইপিএলে খেলতে না পারায় দ্য ফিজের অর্থ পাওয়া নিয়েও আছে অনিশ্চয়তা।