জীবিকার তাগিদে পরিবার থেকে দূরে থাকা প্রবাসীদের রমজান কাটে আক্ষেপের মাঝে। সে কষ্ট ভুলতে বন্ধু, সহকর্মী ও ভিনদেশিদের সঙ্গে মিলেমিশে ইফতার করেন মালয়েশিয়া প্রবাসীরা। নানান পদের ইফতারের যোগান দেয় দেশটির বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্টগুলো।