ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে চিরচেনা বাজার নয়, চট্টগ্রামে অনলাইন প্ল্যাটফর্মে নীরবেই বিক্রি হচ্ছে লাখ লাখ টাকার সামুদ্রিক মাছ। চট্টগ্রামের অর্ধশতাধিক ব্যবসায়ী অনলাইনে তৈরি করেছেন মাছ বিক্রির বিশ্বস্ত প্ল্যাটফর্ম। গভীর সাগরে ধরা পড়া হরেক রকমের মাছ, কাঁকড়া, স্কুইডসহ সি ফুডের ছবি-ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ছে অনলাইন পেজে। কিনে নিচ্ছেন দেশি-বিদেশি ক্রেতা। মাছ বিক্রির পাশাপাশি আসছে অনলাইন থেকে বাড়তি উপাজর্নও।