দুর্গা-মন্দির

চট্টগ্রামের বেশিরভাগ জেলায় অক্ষুণ্ন সাম্প্রদায়িক সম্প্রীতি

চলমান পরিস্থিতিতে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলাতেই বিরাজ করছে সাম্প্রদায়িক সম্প্রীতি। রাত জেগে ধর্মীয় উপাসনালয় পাহারায় রয়েছেন শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা। যা সাহস জুগিয়েছে সংখ্যালঘুদের মাঝে, এনেছে স্বস্তির হাওয়া। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের দাবি, ৫ আগস্টের পর থেকে বিভাগের চার জেলায় অন্তত ২৪টি হামলা-লুটপাটের ঘটনা ঘটেছে। এ নিয়ে এখনও আতঙ্ক আছে। তবে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অনেক ঘটনারই সত্যতা মেলেনি।