বাদ যোহর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। আজ (সোমবার, ৩ ফেব্রুয়ারি) যোহরের নামাজের পর আম বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। তাৎক্ষণিক বয়ানের তরজমা (অনুবাদ) করেন মাওলানা নুরুর রহমান। এর আগে গতকাল (রোববার) সকাল সাড়ে ৯টায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় শুরায়ী নেজামের বিশ্ব ইজতেমার প্রথম ধাপ।