শুনতে অবাক লাগলেও রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিলে চলছে নৌকা। কেন্দ্রীয় ব্যাংকের পিছনে মাত্র ৫ টাকায়, সে নৌকায় পারাপার হচ্ছেন যাত্রীরা। মতিঝিলের নামকরণ যেই ঝিল থেকে, দখলদারদের আগ্রাসনের কারণে সেই ঝিলটিও এখন অস্তিত্ব সংকটে।