দখল-দূষণের কবলে পড়ে জামালপুর শহরের বংশ খালটি মৃত প্রায়। এক সময় যে খাল দিয়ে নৌকা চলাচল করতো, এখন সেই খাল পরিণত হয়েছে ময়লা-আবর্জনার স্তূপে। শহরের জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ রক্ষায় দ্রুতই দখল উচ্ছেদ ও খাল খননের দাবি পৌর কর্তৃপক্ষের।