ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে থ্রি-হুইলারের দাপট; শৃঙ্খলা ফেরাতে চ্যালেঞ্জে আইনশৃঙ্খলা বাহিনী
মহাসড়কের সংজ্ঞায় স্পষ্ট এখানে ধীরগতির কিংবা স্থানীয় যান চলাচলের কোনো সুযোগ নেই। অথচ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চিত্র বিপরীত। প্রতিযোগিতা দিয়ে চলছে থ্রি হুইলার। উল্টোপথেও ছুটছে মহাসড়কের নিষিদ্ধ এ যান। অভিযোগ রয়েছে, টোকেন মানি দিয়েই সড়কে উঠছে তারা। এদিকে, পুলিশ বলছে, যাত্রী ও চালকদের সহযোগিতা ছাড়া সড়কে শৃঙ্খলা ফেরানো কঠিন।