প্রতিটি চার্চে যিশু ভক্তরা অংশ নেন বড়দিনের প্রার্থনায়
আজ শুভ বড়দিন। ভোরের আলো ফুটতেই গির্জায় শুরু হয় বড়দিনের প্রার্থনা। পরিবার পরিজন নিয়ে চার্চে সমবেত হন খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। নতুন কাপড়, অলংকার আর নানা সজ্জায় নিজেদের সুসজ্জিত করে যিশু ভক্তরা অংশ নেন বড়দিনের প্রার্থনায়। এসময় তারা নিজ পরিবার, দেশ এবং বিশ্বের মঙ্গল কামনা করেন।