উত্তরের জেলা পঞ্চগড়ে এবারো চাষ হয়েছে কাশ্মীর কিংবা নেদারল্যান্ডের রাজকীয় ফুল টিউলিপের। তেঁতুলিয়ার সীমান্ত এলাকায় শোভা ছড়াচ্ছে রং বেরংয়ের টিউলিপ। তবে এবারো লাভের খবর দিতে পারেনি উদ্যোক্তারা। তাই বাণিজ্যিকভাবে নয় কেবল শোভাবর্ধনেই সীমাবদ্ধ টিউলিপ চাষ প্রকল্প।