চুয়াডাঙ্গায় মৌসুমি খেজুর গুড়ের ব্যবসা বেড়েছে
খেজুরের ঘ্রাণ আর রসের ঘনত্ব বলে দেয় এখন কী মাস। হাঁড়ি ভর্তি রস আর গাছিদের ব্যস্ততায় জানান দেয় মধ্য মাঘে প্রকৃতি। এসময় মৌসুমি ব্যবসায়ীদের ব্যবসাও থাকে তুঙ্গে। বড় ব্যবসায়ীদের লক্ষ্য থাকে কোটি টাকার উপরে ব্যবসা করার।