চীনের মহাকাশ স্টেশন তিয়ানগংয়ে শেনঝো-টোয়েন্টি ওয়ান মহাকাশযান
চীনের মহাকাশ স্টেশন তিয়ানগংয়ে পৌঁছেছে শেনঝো-টোয়েন্টি ওয়ান মহাকাশযানটি। স্থানীয় সময় আজ (শনিবার, ১ নভেম্বর) ভোরে মহাকাশযানটি উত্তর-পশ্চিম চীনের ‘জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার’ থেকে যাত্রা শুরু করে। এবারের মিশনে অংশ নিয়েছে চীনের নভোচারী দলের সর্বকনিষ্ঠ সদস্যসহ আরও দুই ক্র্যু মেম্বার ও চারটি ইঁদুর। আগামী ছয় মাস মহাকাশেই অবস্থান করবেন তারা।