রাজধানীর প্রায় সব সড়কের দুপাশেই তারের জঞ্জাল। ইন্টারনেট, ডিশ, টেলিফোন, লাইনগুলো জড়িয়ে আছে একসঙ্গে। বছরের পর বছর এসব তার জমে রূপ নিয়েছে স্তূপে। ফলাফল- যেকোনো দুর্যোগে আধুনিক যন্ত্র থাকার পরেও সক্ষমতা অনুযায়ী কাজ করতে পারে না ফায়ার সার্ভিস। বছরের পর বছর এসব অপসারণ নিয়ে কথা হলেও তারের জঞ্জাল থেকে মুক্ত হচ্ছে না রাজধানী। কবে এ সংকট নিরসন হবে, জানেনা কেউ।