মধ্যপ্রাচ্য সংকটকে আরও জটিল করে এবার নজিরবিহীন হামলার কবলে লেবানন। দেশটিতে হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত তারবিহীন টেলিযোগাযোগ ডিভাইস পেজার বিস্ফোরণে কমপক্ষে নয়জন নিহত হয়েছে, আহত ইরানি রাষ্ট্রদূতসহ প্রায় তিন হাজার মানুষ। এ ঘটনায় ইসরাইলকে কঠোর শাস্তি দেয়ার প্রতিজ্ঞা করেছে হিজবুল্লাহ। একে ইসরাইলের অপ্রতিরোধ্য গোয়েন্দা অনুপ্রবেশ বলছেন বিশেষজ্ঞরা। ইসরাইল-হিজবুল্লাহ দ্বন্দ্ব মেটাতে কূটনৈতিক সমঝোতার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।