এক মৌসুমেই মিশ্রিপাড়া তাঁতপল্লীতে ২০ কোটি টাকার পোশাক বিক্রি
পর্যটকের পদচারণায় দৃশ্যপট বদলেছে মিশ্রিপাড়া ঐতিহ্যবাহী তাঁতপল্লীতে। শীত মৌসুম জুড়েই মিশ্রি পাড়ার বৌদ্ধ মন্দির দেখতে ভিড় করেন পর্যটকরা। এক মৌসুমেই এলাকায় বিক্রি হয় প্রায় ২০ কোটি টাকার পোশাক। তবে পোশাকের ন্যায্যমূল্য না পাওয়ার দাবি প্রস্তুতকারকদের।