প্রতিবছর জলবায়ু সম্মেলন না করে ক্ষতিপূরণ দেয়ার বিষয়ে নজর দেয়ার আহ্বান ড. ইউনূসের
বিশ্ব জলবায়ু সম্মেলনের মঞ্চেই এবার এই সম্মেলনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুললেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বললেন, সম্মেলনের নামে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ডেকে সময় অপচয়কে পাশাপাশি করা হচ্ছে অপমান। তাই প্রতিবছর এ ধরনের সম্মেলন না করে ক্ষতিপূরণ দেয়ার বিষয়ে নজর দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে আজারবাইজানে তার সফরের শেষদিন দেশটির রাষ্ট্রপতির সাথে দ্বিপাক্ষিক বৈঠকে ঢাকায় হাইকমিশন স্থাপন ও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে পূর্ব ইউরোপের দেশটি।