ঈদের তৃতীয় দিনেও দর্শনার্থীতে ঠাসা ছিল বিনোদনকেন্দ্রগুলো। আপনজনের সঙ্গে সময় কাটাতে কেউ গিয়েছেন শহর থেকে ৪০ কিলো দূরে ড্রিম হলিডে পার্ক। কেউ আবার ঈদের এই অবসর সময়ে শিশুদের নিয়ে ঘুরে বেরিয়েছেন পশু পাখিদের মেলা চিড়িয়াখানায়। আর সন্ধ্যার পর মাল্টিকমপ্লেক্সে দেখা গেছে সিনেমাপাগল মানুষদের।