ঢাকার নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে শপথ নিয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেন শপথ নিয়েছেন। ওয়াশিংটনের স্থানীয় সময় অনুযায়ী ৯ জানুয়ারি বিকেলে তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরে শপথ নেন। আজ (শুক্রবার, ১০ জানুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। শপথ নেয়ার পর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন রাষ্ট্রদূত।