নির্বাচনী কর্মকর্তাদের জেলে ঢোকানোর হুমকি দিলেন ট্রাম্প
এবার যুক্তরাষ্ট্রের নির্বাচনী কর্মকর্তাদের জেলে ঢোকানোর হুমকি দিলেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রথম টেলিভিশন বিতর্কে ট্রাম্পের মুখোমুখি হওয়ার বাকি একদিন। এর আগেই নির্বাচনী জনমত জরিপে ব্যবধান আরও কমিয়ে প্রায় সমান অবস্থানে উঠে এসেছেন প্রতিদ্বন্দ্বী কামালা হ্যারিস। অন্যদিকে, পুতিনের পর নিজ দলের এক প্রবীণ নেতারও সমর্থন হারিয়ে কপালে চিন্তার ভাঁজ ট্রাম্পের।