শনাক্তের বাইরে অনেক রোগী
দেশে ডায়াবেটিস রোগীর অর্ধেকই জানেন না আক্রান্তের খবর। আবার যারা জানেন, তাদের মাত্র অর্ধেক আসেন চিকিৎসার আওতায়। দেশে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা ৩ কোটি হলেও সরকারিভাবে ও বাংলাদেশ ডায়াবেটিস সমিতিতে নিবন্ধিত মাত্র ৭০-৮০ লাখ রোগী। রোগীদের শনাক্ত করে চিকিৎসার আওতায় আনতে জনবল বাড়ানোর পাশাপাশি মফস্বলেও নজর দেয়ার তাগিদ চিকিৎসকদের।