এখন টিভি'র সংবাদের পর বন্ধ হলো টিকিট হয়রানি
এখন টিভির সংবাদের পর বন্ধ হলো ট্রেনে গরীব, প্রান্তিক যাত্রীদের পকেটকাটা। ঈদের দিন সকাল থেকেই কমলাপুর স্টেশনে বিভিন্ন কমিউটার, মেইল ও লোকাল ট্রেনের জন্য বেসরকারিভাবে টিকিট বিক্রয় বুথ থেকে সিট পেতে প্রয়োজনের অধিক টিকিট কিনতে বাধ্য করা হচ্ছিলো। বিষয়টি নিয়ে রেল কর্তৃপক্ষকে জানতে চাইলে টিকিট বিক্রি বন্ধ হয়।