নগরবাড়ী নদীবন্দর চালু হওয়ায় পণ্য খালাসে গতি বাড়বে দশ গুণ: উপদেষ্টা সাখাওয়াত
উত্তরাঞ্চলে নৌপথে পণ্য পরিবহনের সুবিধা বাড়াতে পাবনার নগরবাড়ী নদীবন্দর আধুনিক টার্মিনাল কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে। আজ (শনিবার, ৮ নভেম্বর) সকালে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন এ টার্মিনাল কমপ্লেক্স উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, এ বন্দর চালু হওয়ায় পণ্য খালাসে গতি বাড়বে অন্তত ১০ গুণ। সেই সঙ্গে সরকারের রাজস্ব আয়ের পাশাপাশি বাড়বে কর্মসংস্থানও।