অর্থ নিয়ে আমাদের যত ভুল ধারণা
প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকেই টাকা বা অর্থ আয় নিয়ে মানুষের ভাবনার অন্ত নেই। জীবনের প্রধান লক্ষ্যই হয় অর্থ উপার্জন করে স্বাবলম্বী হওয়া। তবে কতটুকু অর্থ মানুষকে পুরোপুরি স্বাবলম্বী করতে পারে? এর উত্তর একেকজনের কাছে একেক রকম। আর বেশিরভাগ ক্ষেত্রেই এখনো অর্থকেই সাফল্যের মাপকাঠি হিসেবে ধরা হয়। তবে সত্যিই কি তাই, অর্থই কি সব সুখের মূল! চলুন জেনে নেওয়া যাক অর্থ নিয়ে আমাদের যত ভুল ধারণা।