অনিয়মিত হেলথ প্রোভাইডার, ভোগান্তিতে টাঙ্গাইলের ২০ হাজার মানুষ
সকাল সাড়ে ১১টা। টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের ভাটচান্দা মাগুরাটা কমিউনিটি ক্লিনিকে ঝুলছিলো তালা। জ্বর, ঠান্ডা ও কাঁশি নিয়ে সেখানে সেবা নিতে আসেন ভাটচান্দা গ্রামের ষাটোর্ধ্ব আফজাল হোসেন। ফটকে তালা থাকায় সেবা না পেয়ে মন খারাপ করে চলে যান।