বিশ্ববিদ্যালয়টিতে অনুমোদন না থাকলেও চলে মাস্টার্স প্রোগ্রাম
অনুমোদন ছাড়াই ভর্তি চলে মাস্টার্স প্রোগ্রামে, বিপুল অঙ্কের টিউশন ফি দিয়ে কোর্সও শেষ করে শিক্ষার্থীরা। কিন্তু বিপত্তি বাধে সার্টিফিকেট সংগ্রহের সময়। এমন অভিযোগ উঠেছে, শরীয়তপুরের জেড এইচ শিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। এমন অবস্থায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ক্ষতিপূরণের দাবি করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।