ফেনীতে শীতের আমেজ উধাও, কয়েকদিনের ঠান্ডার পরই তীব্র গরম
প্রকৃতিতে শীতকাল মানেই জমে উঠে উৎসব, পিঠা-পায়েস আর লেপ-কাঁথার মৌসুম। তবে দেশের-দক্ষিণ পূর্বাঞ্চলের জনপদ ফেনীতে শীতের রূপ যেন একদমই অচেনা। কয়েকদিনের হাড় কাঁপানো শীতের পর আবার তীব্র গরম। জলবায়ুর পরিবর্তনে হারিয়ে যাচ্ছে শীতের পরিচিত আমেজ। প্রকৃতির এ বিরূপ আচরণে বাড়ে অসুস্থতার পরিমাণও।