বরিশালে অবৈধ ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশার কাছে জিম্মি নগরবাসী। এদিকে, প্রায় ৬ বছর পর ব্যাটারিচালিত অটোরিকশার লাইসেন্স নাবায়নের উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন। সিটি কর্তৃপক্ষ বলছে, এতে যানবাহনগুলোকে সুনির্দিষ্ট নীতিমালার আওতায় আসবে। পাশাপাশি আদায় হবে কোটি টাকার রাজস্ব। লাইসেন্স নবায়নের সুযোগ পেয়ে খুশি চালকরাও।