জিফপমের সম্পত্তির পরিমাণ ২৫ বিলিয়ন ডলার
নিজের নামে বের হয়েছে বই, অভিনয়ের সুযোগ হয়েছে হলিউডের সিনেমায়। কাজ করছেন মিউজিক ভিডিও ও নানা বিজ্ঞাপনী সংস্থায়। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় থেকে প্রতি মাসেই আয় লাখ লাখ টাকা। জনপ্রিয়তার দিক থেকে অনেক সেলিব্রেটিদেরও ছাড়িয়ে গিয়েছে সে। বলছি জিফপমের কথা।