ক্রিসমাস ঘিরে অস্ট্রিয়ান দম্পতির অভিনব আয়োজন
প্রায় দশ লাখ ক্রিসমাস লাইট ও আড়াই শতাধিক বিভিন্ন প্রতিকৃতি দিয়ে বাড়িকে বানিয়েছে ক্রিসমাসের এক আশ্চর্যভূমি। অস্ট্রিয়ান দম্পতির এ অভিনব আয়োজন দেখতে ভিড় জমান হাজারো মানুষ। এদিকে সুইডেনে ক্রিসমাস ঘিরে আয়োজন করা হয়েছে জিঞ্জারব্রেড প্রতিযোগিতা। যেখানে ঠাঁই পেয়েছে চকলেট ও বিস্কুটের তৈরি তাজমহল, আইফেল টাওয়ার, টাইটানিক, ল্যুভর মিউজিয়ামসহ নানা স্থাপত্য।