'দুর্ঘটনার আগে সাহায্য চেয়ে বার্তা দেয় জাহাজটি'
দুর্ঘটনার আগে সাহায্য চেয়ে বার্তা দিয়েছিল যুক্তরাষ্ট্রে সেতুর সঙ্গে ধাক্কা খাওয়া বিশালাকৃতির জাহাজটি। খবর পেয়েই সেতুতে তাৎক্ষণিক যান চলাচল বন্ধের উদ্যোগে কমানো গেছে প্রাণহানি। সতর্ক হওয়ার আগেই সেতু ধসে কয়েকটি যানবাহন নদীতে পড়ে নিখোঁজ ছয়জন আর বেচে নেই বলে ধারণা করা হচ্ছে। সেতু ধসের ঘটনায় তোপের মুখে বাইডেন প্রশাসন।