অস্বাস্থ্যকর পানিতে সাঁতার, শারীরিক জটিলতায় সাঁতারুরা; অব্যবস্থাপনায় মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্স
অস্বাস্থ্যকর এবং ব্যাকটেরিয়া পূর্ণ পুলের পানি, রান্নাঘরে খোলা খাবারে বসছে মাছি- মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে এখন টিভির ক্যামেরায় ধরা পড়েছে এমন নানা অসঙ্গতি। এতে শারীরিক জটিলতার শিকারও হতে হয়েছে কয়েকজন সাঁতারুকে। এ অবস্থায় দু’টো বৈশ্বিক আসর সামনে থাকলেও, অনেকটা বাধ্য হয়েই সাঁতারুদের ছুটিতে পাঠিয়ে দিয়েছেন কোচ। তবে ফেডারেশন বলছে, উন্নতির চেষ্টা চলছে।