জাতীয় গ্রিডে বিপর্যয়, বিদ্যুৎহীন কিউবা
জাতীয় পাওয়ার গ্রিডে বিপর্যয়ে বিদ্যুৎহীন কিউবার প্রায় ১ কোটি মানুষ। শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে ব্ল্যাক আউটের শিকার হয় পুরো দেশ। রাতে কিছু এলাকায় বিদ্যুৎ ফিরলেও এখনো অধিকাংশ অঞ্চলই বিদ্যুৎহীন। আজ ( শনিবার, ১৯ অক্টোবর) এরমধ্যে ৫টি জ্বালানি তেল চালিত বিদ্যুৎকেন্দ্র চালুর আশাবাদ গ্রিড পরিচালনা সংস্থার। অর্থনৈতিক বিপর্যয়ে কিউবায় জ্বালানি তেল সংকট প্রকট হলেও সরকার বলছে, হারিকেন মিল্টনের আঘাতে সৃষ্টি হয়েছে এই বিপর্যয়।