জুলাই-আগস্ট অভ্যুত্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি-হামলায় আহত হয়েছেন ২০ সহস্রাধিক মানুষ। যাদের মধ্যে দুই চোখের আলো ফেরার সম্ভাবনা নেই অন্তত ৩০ জনের। চিকিৎসকরা বলছেন, দীর্ঘসময় পার হওয়ার পরও সঠিক পুনর্বাসন না হওয়ায় আহতরা মানসিক রোগে ভুগছেন। এদিকে জুলাই আন্দোলনে আহতরা বলছেন, সমাজের বোঝা হয়ে নয়, যোগ্যতা এবং কর্মক্ষমতা বিবেচনায় চান উপযুক্ত কাজের সুযোগ।