প্রায় ১৩ কোটি টাকার পণ্য বিক্রি ও ২০ কোটি টাকার ক্রয়াদেশ নিয়ে শেষ হলো সাত দিনব্যাপী জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প মেলা। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তিনশ'র বেশি উদ্যোক্তার অংশগ্রহণে মেলায় শতভাগ দেশিয় পণ্যের প্রদর্শন ও বিক্রি চলে। আয়োজক প্রতিষ্ঠান এসএমই ফাউন্ডেশন বলছে, গতবারের চেয়ে এবারের মেলায় বিক্রির পাশাপাশি বেড়েছে অর্ডারও।