উত্তর কোরিয়াকে ১০ লাখ ব্যারেলেরও বেশি তেল সরবরাহ করেছে রাশিয়া
চলতি বছরের মার্চ থেকে নভেম্বর পর্যন্ত উত্তর কোরিয়াকে ১০ লাখ ব্যারেলেরও বেশি তেল সরবরাহ করে জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করছে রাশিয়া। এমন চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছে ব্রিটিশ গবেষণা সংস্থা ওপেন সোর্স সেন্টার। এর বিনিময়েই ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে অস্ত্র ও সেনা দিয়ে রাশিয়াকে উত্তর কোরিয়া ইন্ধন জোগাচ্ছে বলে মন্তব্য করেছেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। তবে এর পেছনে আরও বড় কোনো চক্রান্তের আশঙ্কায় উদ্বিগ্ন দক্ষিণ কোরিয়া।