জীবাশ্ম জ্বালানি উৎপাদনে ৭ লাখ কোটি ডলার অর্থ সহায়তা!
যুদ্ধ, মহামারি, অর্থনৈতিক সংকট এই সবকিছুকে ছাপিয়ে বর্তমান পৃথিবীর অন্যতম সংকট জলবায়ু পরিবর্তনের প্রভাব। কার্বন নিঃসরণের মাত্রা নিয়ন্ত্রণ করতে না পারলে এই সংকট আরও তীব্র হতে পারে। অথচ এসবের তোয়াক্কা না করেই ২০১৬ থেকে ২০২৪ পর্যন্ত জীবাশ্ম জ্বালানি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে প্রায় ৭ লাখ কোটি ডলার অর্থ সহায়তা দিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় ব্যাংকগুলো।