জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী পালিত
নানা আয়োজনে পালিত হয়েছে বাংলা নাটকের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। আজ (সোমবার, ১৮ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের সামনে থেকে বের হয় আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডেইরি গেট এলাকায় সেলিম আল দীনের সমাধিতে গিয়ে শেষ হয়।