ইরানের রাজধানী থাকছে না আড়াইশ বছরের পুরোনো তেহরান
আড়াইশ' বছরের পুরোনো রাজধানী নগরী তেহরান আর থাকছে না ইরানের রাজধানী। সরে যেতে পারে দক্ষিণের উপকূলীয় মাকরান অঞ্চলে। একে দুশ' বছরের জনসংখ্যা বিস্ফোরণ, তার ওপর পানি ও বিদ্যুতের ঘাটতি। সমস্যার সমাধান হিসেবে রাজধানী সরিয়ে নেয়াই বিকল্প মনে করছে ইরান সরকার।