গাজায় প্রথমবার সমুদ্রপথে পৌঁছেছে ত্রাণ
গাজা উপকূলে প্রথমবারের মতো সমুদ্রপথে পৌঁছেছে ত্রাণ। যদিও সমুদ্রপথ সড়কপথে ত্রাণ সরবরাহের বিকল্প হতে পারে না বলে দাবি বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার। উপত্যকা থেকে ৩ জিম্মির মরদেহ খুঁজে পাবার পর হামাস জানিয়েছে, জিম্মিদের জীবিত ফিরে পাবার একমাত্র পথ যুদ্ধবিরতি।