রাজধানীতে ফুটপাত ও রাস্তাকে ঘর বানানো মানুষের সংখ্যা একেবারে কম নয়। তাই রমজানে ছিন্নমূল মানুষের জন্য সেহরির আয়োজন করেছেন নানা ব্যক্তি ও প্রতিষ্ঠান। গভীর রাতে রাস্তার মোড়েই চলে সেহরির আয়োজন। একসঙ্গে সেহরি করতে পেরে খুশি সবাই। বিশেষ করে শিশুরা আনন্দে মেতে ওঠে এসময়। শহরের বিভিন্ন স্থানে এমন আয়োজন চোখে পড়ে। আয়োজকরা বলছেন, রমজানজুড়ে চলবে এই উদ্যোগ।